ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাল্কহেড ডুবি: আরও একজনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
বাল্কহেড ডুবি: আরও একজনের মরদেহ উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় কয়লা নিয়ে ডুবে যাওয়া বাল্কহেডের নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  তার নাম রবিউল ইসলাম (১৮)।

 

এ নিয়ে ডুবে যাওয়া বাল্কহেড এমভি ফারদিন-১ এর নিখোঁজ পাঁচজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হলো। এখনো দুইজন নিখোঁজ রয়েছে।  

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে হাড়বাড়িয়া থেকে ভাটার দিকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।  

এর আগে ১৫ নভেম্বর (সোমবার) রাতে ডুবে যায় বাল্কহেডটি। সেসময় হাড়বাড়িয়ার ৯ নম্বর অ্যাংকর এলাকায় দুর্ঘটনাকালে বাল্কহেডটির দুইজন স্টাফকে জীবিত উদ্ধার হয়। মঙ্গলবার সন্ধ্যায় সুকানি মহিউদ্দিন ও গ্রিজার নুর ইসলামের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

শুক্রবার উদ্ধার হওয়া মরদেহটি ওই বাল্কহেডের স্টাফ রবিউলের। তার বাড়ি পিরোজপুরের স্বরুপকাঠী এলাকায় বলে জানা গেছে।  

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন মোংলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. আবুল হাসান বাবুল বলেন, ঘটনার পর থেকে নিখোঁজদের পরিবার দুর্ঘটনাকবলিত এলাকায় খুঁজতে থাকেন। একপর্যায়ে শুক্রবার দুপুরে একটি মরদেহ ভাসতে দেখেন তারা। এরপর পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। তবে রবিউলের বাবা বল্কহেডের মাস্টার মো. মহিউদ্দীন (৬০) ও পিরোজপুরের ভাণ্ডারিয়ার জিহাদ ওরফে জিসান এখনও নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া রবিউলের দুলাভাই নান্না মিয়া বলেন, ‘আমার শ্যালক রবিউল ও শ্বশুর মহিউদ্দীন (৬০) ডুবে যাওয়া বাল্কহেডে চাকরি করতেন। হাড়বাড়িয়া এলাকা থেকে দক্ষিণে হিরণপয়েন্টের কাছাকাছি এলাকায়  মরদেহটি ভেসে ওঠে। জেলেদের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে আনা হয়েছে।

মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ৯ নম্বর অ্যাংকরে থাকা বিদেশি জাহাজ এম ভি এলিনাবি থেকে কয়লা বোঝাই করে ছেড়ে আসার পর বন্দর ত্যাগ করা অপর একটি বিদেশি জাহাজের ধাক্কায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেড এম ভি ফারদিন-১ এর কয়লা বা অন্য পণ্য পরিবহনের অনুমতি ছিল না। বাল্কহেডটির ঢাকার মিরপুরের গাবতলীতে যাওয়ার কথা ছিল।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, জেলেদের মাধ্যমে খবর পেয়ে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া বাল্কহেড থেকে বেঁচে ফেরা শ্রমিকরা মরদেহের পরিচয় নিশ্চিত করেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫  ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।