ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সুপ্রিম কোর্টের আদেশে প্রার্থীতা ফিরে পেলেন প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
সুপ্রিম কোর্টের আদেশে প্রার্থীতা ফিরে পেলেন প্রার্থী আখতার উদ্দিন আহমেদ

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আখতার উদ্দিন আহমেদের প্রার্থিতা বহাল রেখে প্রতীক বরাদ্দ দিতে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

শনিবার (২০ নভেম্বর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ওই প্রার্থীর মনোনয়নপত্র অগ্রহণযোগ্য হয়। এর পরিপ্রেক্ষিতে পরের দিন প্রার্থী আখতার উদ্দিন আহমেদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিট পিটিশন আবেদন করেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ শুনানি শেষে ওই প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে প্রতীক বরাদ্দ দিতে আদেশ দেন।

রিটকারী আখতার উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, আমার স্বাক্ষর নকল করে মনোনয়নপত্র প্রত্যাহার করা হয় আর এরই পরিপ্রেক্ষিতে আমি সুপ্রিম কোর্টে আপিল করি। আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় নাম অন্তর্ভুক্ত করে প্রতীক বরাদ্দের জন্য লিখিত আবেদন করেছি।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে ওই প্রার্থী নির্বাচনে তার প্রার্থীতা ফিরে পেয়েছেন এবং তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনে লিখিতভাবে জানানো হয়েছে। কমিশনের আদেশের পর ওই প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।

জানা যায়, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আগামী ২৮ নভেম্বর মানিকগঞ্জ সদর উপজেলার দিঘীসহ ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। দিঘী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আবদুল মতিন মোল্লা (নৌকা)। এ ছাড়া নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মতিয়ার রহমান (চশমা) এবং নুসরাত ইসলাম (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।