ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

৪ ট্রলারসহ ২২ জেলেকে নিয়ে গেল মিয়ানমার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
৪ ট্রলারসহ ২২ জেলেকে নিয়ে গেল মিয়ানমার

কক্সবাজার: বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের পূর্ব সমুদ্র উপকূল থেকে ৪টি মাছ ধরার ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌ-বাহিনী।

শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশের জলসীমা থেকে এসব জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ।

ট্রলার মালিকরা হলেন- সেন্টমার্টিনের মোহাম্মদ আজিম, নুরুল আমিন, হোসেন আহমদ, মোহাম্মদ ইউনুস।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ জানান, মিয়ানমারের নৌ-বাহিনী ধরে নিয়ে যাওয়ার পর মোবাইল ফোনে জেলেদের সঙ্গে কথা হয়েছে। জেলেরা জানিয়েছেন তাদের মিয়ানমার নৌ-বাহিনীর জাহাজে তোলা হয়েছে এবং ট্রলারগুলো সেই জাহাজে বেঁধে রাখা হয়েছে। এখন মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না। বিষয়টি টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকতাসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।  

টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য বিজিবি, কোস্টগার্ডকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এসবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।