ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী শামীম গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী শামীম গ্রেফতার

কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌর এলাকার শীর্ষ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও চুরির মামলার আসামি আসিফ ইকবাল ওরফে শামীমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ভোরে এক নারীর মোবাইল ফোন এবং নগদ টাকা চুরির তদন্ত করতে গিয়ে তাকে আটক করে পুলিশ। শামীম কুড়িগ্রাম পৌর শহরের রৌমারী পাড়ার সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (১৯ নভেম্বর) কুড়িগ্রাম সদরের কৃষ্ণপুর এলাকার রৌমারী পাড়ার বাসিন্দা আরফিন নাহার আশার দুটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা চুরি হয়। চুরির রহস্য উদঘাটন করতে অভিযানে নামার পর পুলিশের হাতে ধরা পরে শামীম। এ সময় তার কাছ থেকে চোরাই মোবাইল ফোনও উদ্ধার করা হয়। শামীম শীর্ষ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চুরির চারটি, মাদকের নয়টি মামলা ও বিভিন্ন ধারার আরও তিনটি মামলাসহ ১৬টি মামলা রয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, গ্রেফতার শামীম শীর্ষ তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।