ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গণপরিবহনের অপেক্ষায় যাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
রাজধানীতে গণপরিবহনের অপেক্ষায় যাত্রীরা

ঢাকা: রাজধানীতে গণপরিবহনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে সাধারণ মানুষ। সকাল থেকে দুপুরে রাস্তায় বাস থাকলেও বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে গণপরিবহন।

এদিন হাফ পাসের (ভাড়া) দাবিতে সায়েন্সল্যাব এলাকায় ১০টি বাস ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা।

এছাড়াও ফার্মগেট ও আব্দুল্লাপুরে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা হাফ পাসের দাবিতে করেছে সড়ক অবরোধ।

শনিবার (২০ নভেম্বর) বিকেল থেকেই রাজধানীর মিরপুর রোডের আছাদ গেট, কলেজ গেট, শিশু মেলা, শ্যামলী, কল্যাণপুর বাস স্ট্যান্ডে শত-শত যাত্রীদের গণপরিবহনে জন্য অপেক্ষা করতে দেখা যায়।

এক ঘণ্টা যাবত কলেজগেটে বাসের জন্য অপেক্ষা করছিলেন মো. আকরাম। যাবেন উত্তরা।

তিনি বলেন, সকালবেলা ঠিকই বাস ছিল। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করছি বাসের জন্য। প্রতিদিন কোথাও না কোথাও বাড়তি ভাড়া নিয়ে পরিবহন শ্রমিক ও যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা হচ্ছে। তেলের দাম বাড়ায় শুধুমাত্র বাড়তি ভাড়া কেন যাত্রীরা দেবে। পরিবহন মালিকরা কেন ছাড় দেবে না।

এদিকে এক কলেজ ছাত্র পরিস্থান পরিবহনের চালকের সহকারির সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন।

উত্তরা পলিটেকনিকের ছাত্র রাকিব হোসেন বাংলানিউজকে বলেন, পুলিশের সামনে এ বাসের হেলপার মিরপুর ১১ নম্বর থেকে উত্তরা পর্যন্ত ভাড়া চাইছে ২৫ টাকা। কিন্তু আমি যখন বাসে উঠছি তখন আবার বলছে ভাড়া ৩০ টাকা।

ওই পরিবহনের চালক মো. রুবেল বলেন, প্রতিদিন কোথাও না কোথাও বাস ভাড়া নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে। এ কারণে অন্যান্য দিনের তুলনায় অনেক কম বাস চলছে রাস্তায়। বেশিরভাগ বাস ড্রাইভার হেলপাররা না চালিয়ে রাস্তার পাশে পার্কিং করে রাখছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এমএমআই/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।