ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

টিকটক ভিডিও বানাতে গিয়ে সুরমায় কিশোর নিখোঁজ

সিনিয়র কসেরপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
টিকটক ভিডিও বানাতে গিয়ে সুরমায় কিশোর নিখোঁজ

সিলেট: টিকটক ভিডিও বানাতে গিয়ে সুরমা নদীতে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (২০ নভেম্বর) বিকেলে নগরের কাজির বাজার সংলগ্ন সুরমার ওপর সেলফি ব্রিজ খ্যাত কাজির বাজার সেতুতে এ ঘটনা ঘটে।

ঘটনার খবরে দমকল বাহিনীর সদস্যরা সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুজি করে কিশোরের সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করেন। আগামী রোববার (২১ নভেম্বর) আবারও নিখোঁজ কিশোরের সন্ধানে নামবে ডুবুরি দল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, টিকটক ভিডিও বানাতে একদল কিশোর সেতুর রেলিংয়ে ওঠে। এ সময় এক কিশোর নদীতে পড়ে গিয়ে মুহূর্তে তলিয়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিক দমকল বাহিনীকে খবর দিলে স্টেশন অফিসার শফিকুল ইসলামের নেতৃত্বে ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান করেও উদ্ধার করতে পারেনি।  

সিলেটের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বাংলানিউজকে বলেন, কিশোর নিখোঁজের বিষয়ে আমরা খোঁজ নিয়েছি। নিজেও ঘটনাস্থলে গেছি। ফুচকা-চটপটি বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছি। কিন্তু কেউ কিছু বলতে পারে না। এরপরও পুলিশের একটি টিম লাগিয়ে রেখেছি। কেউ অভিযোগ নিয়ে এলে নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।