ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে স্বামীর হাতে স্ত্রী খুন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে স্বামীর হাতে স্ত্রী খুন 

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় থাইংখালী রোহিঙ্গা শিবিরে স্বামীর হাতে খুন হয়েছেন খালেদা বেগম (২৫) নামে এক গৃহবধূ।  

সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে থাইংখালী হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ স্বামী হাফেজ আহমদের দ্বিতীয় স্ত্রী নুর হাসিনা ও মো. আলী নামের ২ জনকে আটক করে।

খালেদা বেগম হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা এব্য হাফেজ আহমদের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে ৫ নম্বর পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দীন চৌধুরী বাংলানিউজকে বলেন, আমার ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী এলাকা হাকিমপাড়ার হাফেজ আহমদ তার স্ত্রী খালেদা বেগমকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।  

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এসবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।