ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শাহআলমের সঙ্গে দ্বন্দ্ব ছিল কাউন্সিলর সোহেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
শাহআলমের সঙ্গে দ্বন্দ্ব ছিল কাউন্সিলর সোহেলের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলকে হত্যার পেছনে ১৬ নম্বর ওয়ার্ডের নবগ্রাম এলাকার শাহআলমের (২৫) সংশ্লিষ্টতা আছে বলে অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে সোমবার রাতে ওই এলাকায় হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটে।

জানা যায়, নবগ্রামের এক ছেলের সঙ্গে ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়াপাড়ার এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত ১৫ নভেম্বর ওই ছেলে পাথুরিয়াপাড়ায় মেয়েটির সঙ্গে দেখা করতে গেলে তাকে চোর বলে ধাওয়া করে স্থানীয়রা। ওই ছেলে শাহআলমের বন্ধু। ধাওয়া করার একপর্যায়ে সে নবগ্রামে শাহআলমের বাসায় আশ্রয় নেয়। এসময় শাহআলম ধাওয়াকারীদের ভয় দেখিয়ে ফাঁকা গুলি ছোড়ে। ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনাটি মেনে নিতে পারেননি কাউন্সিলর সোহেল। বিষয়টি তিনি পুলিশ-প্রশাসনসহ একাধিক নেতাকর্মীকে জানান। এতে ক্ষিপ্ত হয় শাহআলম।

১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল জানান, সামান্য ঘটনা নিয়ে শাহআলমের গুলি ছোড়ার বিষয়টি মেনে নিতে পারেননি সোহেল। এ নিয়ে তাদের মনোমালিন্য চলছিল বলে শুনেছি।  খোঁজ নিয়ে জানা গেছে, শাহআলম দুই হত্যাসহ বেশকটি মামলার আসামি।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।