ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাফ পাস: ছাত্রলীগের হামলা, একজনকে তুলে নেওয়ার অভিযোগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
হাফ পাস: ছাত্রলীগের হামলা, একজনকে তুলে নেওয়ার অভিযোগ সায়েন্স ল্যাব মোড়ে হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন | ছবি: ডিএইচ বাদল

ঢাকা বিশ্ববিদ্যালয়: গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সমাবেশ থেকে একজন ছাত্রকে তুলে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

হাফ পাসের (বাসের অর্ধেক ভাড়া) দাবিতে মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে ছাত্ররা প্রথমে নীলক্ষেত ও পরে সায়েন্স ল্যাবরেটরিতে সমাবেশ করেন। বেলা ২টা ১০ মিনিটের দিকে এদিনে মতো আন্দোলনের সমাপ্তি টানেন তারা।

এরপর ছাত্ররা মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে যাওয়ার সময় হঠাৎ লাঠিসোঁটা নিয়ে একদল তরুণ ছাত্রদের ধাওয়া দেয়। পুলিশের উপস্থিতিতে আইডিয়াল কলেজের এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে সাত কলেজে আন্দোলনের সমন্বয়ক ইসমাইল সম্রাট বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের হামলায় আমাদের ৭-৮ জন আহত হয়েছেন। একজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা লালবাগ জোনের এডিসিকে জানিয়েছি, তাকে যেন উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের রমনা ডিভিশনের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানান, আমরাও শুনেছি আইডিয়াল কলেজের এক ছাত্রকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি সম্পূর্ণ উড়ো খবর। এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবুও আমরা ঢাকা কলেজ কর্তৃপক্ষকে অবগত করেছি। পাশাপাশি আইডিয়াল কলেজ কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এসকেবি/এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।