ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় গণফোরামের কর্মী সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
নেত্রকোনায় গণফোরামের কর্মী সভা অনুষ্ঠিত

নেত্রকোনা: নেত্রকোনায় গণফোরামের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ‘গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকারের লড়াইয়ে ঐক্যবদ্ধ হোন’ স্লোগানকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে শহরের কাটলী এলাকায় এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান এমপি।

গণফোরাম নেত্রকোনা জেলা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

কর্মী সভা প্রস্তুতি কমিটির আহবায়ক শাহ নুরুজ্জামানের সভাপতিত্বে কর্মীসভায় আরও বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওম শফিক উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, কেন্দ্রীয় নেতা নাজমুল ইসলাম সাগর, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, ইয়াসিনসহ অন্যরা।

এসময় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিসহ চলমান ইউনিয়ন নির্বাচনের হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন।

পরে শাহ নুরুজ্জামানকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট গণফোরামের নেত্রকোনা জেলা কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।