ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অটোমেশনের আওতায় আসছে ভোমরা স্থলবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
অটোমেশনের আওতায় আসছে ভোমরা স্থলবন্দর মতবিনিময় সভা

সাতক্ষীরা: অটোমেশনের আওতায় আসছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর।

এ লক্ষ্যে শনিবার (২৭ নভেম্বর) দুপুরে ওই স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ও সুইস কন্ট্যাক্ট এর সভার আয়োজন করে।

সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ ও প্রশাসন) মোস্তফা কামাল মজুমদার ও সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান।

সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফতেমা-তুজ-জোহরা, ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলাম, সহকারী পরিচালক (ট্রাফিক) মো. মাহমুদুল হাসান, ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মামুন, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নাসিম, বন্দর সম্পাদক আমির হামজা, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার প্রমুখ।

সভায় জানানো হয়, ভোমরা স্থলবন্দরের আধুনিকায়ন ও অটোমেশনের কাজ করবে সুইস কন্ট্যাক্ট। এর মাধ্যমে বন্দরের সবকিছু ডিজিটাইজ হবে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।