ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কৃষিবান্ধব সরকার থাকায় সার নিয়ে ভাবতে হয় না  

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
কৃষিবান্ধব সরকার থাকায় সার নিয়ে ভাবতে হয় না  

মৌলভীবাজার: কৃষিবান্ধব সরকার ক্ষমতায় রয়েছে বলেই কৃষকদের এখন আর সার নিয়ে সমস্যা হয় না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে কৃষিতে বিপ্লব ঘটে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃষিবান্ধব নীতি মেনেই সরকার কৃষি উন্নয়নে বিভিন্নখাতে ভর্তুকি দিচ্ছে।  
সোমবার (২৯ নভেম্বর)  সকালে অমন ধান-চাল সংগ্রহ ২০২১-২২ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য অধিদপ্তর কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নজরুল ইসলাম সভাপতিত্ব করেন।  
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় ও উপজেলা কৃষি কর্মকর্তা মোনালিসা ইয়াসমিন সুইটি।

এ সময় খাদ্য অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরাও উপস্থিত ছিলেন। এ মৌসুমে ২৭ টাকা কেজি দরে ৮৭৮ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
বিবিবি/এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।