ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উপসচিব সুলতানার ক্ষমার আদেশ বাতিলের দাবি বিএফইউজের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
উপসচিব সুলতানার ক্ষমার আদেশ বাতিলের দাবি বিএফইউজের

ঢাকা: সাংবাদিক নির্যাতনের জন্য দণ্ডপ্রাপ্ত কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের দণ্ড বাতিলের আদেশের খবরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে।

সাংবাদিক নির্যাতনকারীকে ক্ষমা করায় গণমাধ্যমে চরম ক্ষোভ বিরাজ করছে বিধায় বিএফইউজের নেতারা এ আদেশ বাতিলের আহ্বান জানান।

সোমবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত বিএফইউজের সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় সাংবাদিক নেতারা বলেন, এ ঘটনায় সাংবাদিক নির্যাতনকে উৎসাহিত করা হয়েছে। যা কোনো ভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে কাম্য নয়। এটি গণতান্ত্রিক রীতি-নীতি ও মানবাধিকার পরিপন্থি।  

বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি মধুসূদন মণ্ডল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী পরিষদ সদস্য শেখ নাজমুল হক সৈকত, আঙ্গুর নাহার মন্টি প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।