ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে নারীর রহস্যজনক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
হাজারীবাগে নারীর রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর হাজারীবাগে সান্তনা আক্তার মুক্তা (৪৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার আম্বুলা গ্রামে। এক ছেলের জননী তিনি। তার স্বামীর নাম জিল্লুর রহমান।  

মৃত সান্তনার ছোট ভাই বাচ্চু সিকদার জানান, স্বামী-সন্তান নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন আপা। দীর্ঘ ১৫/১৬ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। বিভিন্ন জায়গায় তাকে চিকিৎসা করানো হচ্ছিল। চিকিৎসার জন্য ছেলে রাহাতের সঙ্গে এক সপ্তাহ আগে তিনি হাজারীবাগ চরকঘাট এলাকার বড় ভাই আব্দুস সালাম শিকদারের বাসায় আসেন। এখানে এসে তার চিকিৎসা নেওয়ার কাজ চলছিল।

তিনি আরও জানান, সকালে সবাই যখন বাসার ভেতরে ছিলেন তখন আপা রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। কিছুক্ষণ পর বাসা থেকে বের হয়ে সবাই তাকে খোঁজাখুজি করছিল। পরে তাকে ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের ধারণা, ভবনটির তিনতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।