ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পিঠা উৎসবে বিদেশি অতিথিরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
পিঠা উৎসবে বিদেশি অতিথিরা

ঢাকা: ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে রোববার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

সম্মেলনে অংশ নেওয়া বিদেশি অতিথিরা পিঠা উৎসবে যোগ দেন।

এ সময় তারা বাংলাদেশের পিঠা খেয়ে প্রশংসা করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও পিঠা উৎসবে যোগ দেন।

এর আগে শনিবার (০৪ ডিসেম্বর) থেকে ঢাকায় শুরু হয় দুই দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এদের মধ্যে ৫৯ জন প্রতিনিধি সশরীরে ও ৪০ জন প্রতিনিধি ভার্চ্যুয়ালি অংশ নেন। রোববার এই সম্মেলন শেষ হয়। সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০২১
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।