ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে শুরু হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
ফরিদপুরে শুরু হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা’

ফরিদপুর: ফরিদপুর জেলা পুলিশের এক ব্যতিক্রমধর্মী আয়োজন ‍‘বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা’ শুরু হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শহরের পুলিশ লাইনের মিলনায়তনে শুরু হয়েছে এ স্মৃতি কথা।

আগামী দুই দিনব্যাপী চলবে ব্যতিক্রমধর্মী এ আয়োজন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেছে ফরিদপুর জেলা পুলিশ।

সন্ধায় অনুষ্ঠানের প্রথম দিনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মোহাম্মদ বাবুল।

পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম-সেবা এর সভাপতিত্বে এবং উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানটি পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে ক্যাপ্টেন মোহাম্মদ বাবুল মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতিচারণ করেন। এ সময় তিনি উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে ক্যাপ্টেন মোহাম্মদ বাবুল স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তার লেখা ‘মুক্তির পথে যাত্রা’ বইটি পুলিশ সুপারের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন আরেক বীর মুক্তিযোদ্ধা  পি কে সরকার ‘বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা’ অনুষ্ঠানে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।