ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নড়াইল: নড়াইলে স্ত্রী সনিয়া বেগম ওরফে চিনি বেগমকে নির্যাতন ও ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী গাউচ মীনার (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মো. মাহ্‌রুফ হোসাইন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত গাউচ মীনা নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার মৃত খবির মীনার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, আসামী গাউচ মিনার সঙ্গে ২০১১ সালের মার্চ মাসে বাদীর বোন সনিয়া বেগমের বিবাহ হয়। বিয়ের পর গাউচ মিনা ও তার মা শাহেদা বেগম যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে সনিয়ার ওপর নির্যাতন করত। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ১৭ এপ্রিল রাতে সনিয়াকে নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করে ওড়না দিয়ে ঘরের মধ্যে ঝুঁলিয়ে রাখে। এ ঘটনায় স্বামী গাউচ ও শাহেদাকে বেগমকে আসামি করে ২০১১ সালের ১৮ এপ্রিল নড়াগাতি থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই টুটুল বিশ্বাস।

আদালত মোট ১৬ জনের স্বাক্ষ্য শেষে আসামি স্বামী গাউচ মিনার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

মামলার অপর আসামি গাউচ মীনার মা শাহেদা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমানীত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।