ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় অস্ত্রসহ ৩ রোহিঙ্গা যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
উখিয়ায় অস্ত্রসহ ৩ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা শিবিরের একটি ঘর থেকে অস্ত্রসহ তিন জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের একটি দল এ অভিযান চালায়।

অভিযানে একটি দেশীয় তৈরি লম্বা বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন-  ৪ নম্বর ক্যাম্পের ই ব্লকের সৈয়দ নুরের ছেলে জোবায়ের মোহাম্মদ (২২), মৃত আবু সুফিয়ানের ছেলে মো. আয়াছ (২২) ও ক্যাম্প ২ ইস্টের এ ব্লকের আমিন উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (২৫)।

১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক মো. নাইমুল হক বাংলানিউজকে জানান, ৪ নম্বর ক্যাম্পের ই/ ১৪ ব্লকের জোবায়ের মোহাম্মদের ঘরে কিছু সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। এমন খবর পেয়ে ১৪ এপিবিএন’র একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আটকদের অস্ত্রসহ ঊখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এসবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ