ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
সাতক্ষীরায় প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এক প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তুহিন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদর থানায় নির্যাতিত গৃহবধূর শাশুড়ি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামি তুহিন পাথরঘাটা গ্রামের তবিবার রহমানের ছেলে।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ জানান, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গোসল শেষ করে ঘরে কাপড় বদলানোর সময় তুহিন তার ঘরে ঢুকে পড়েন। এরপর ওড়না দিয়ে মুখ পেচিয়ে তাকে যৌন নির্যাতন চালান। এসময় ঘটনাটি পুলিশ ও তার শাশুড়িকে বলতে নিষেধ করে কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তুহিন।

ওই গৃহবধূর শাশুড়ি বলেন, আমার ছেলে প্রতিবন্ধী। তুহিনের অপরাধের বিচার চাই।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, পরিবারটি খুব অসহায়। ধর্ষণের ঘটনায় মামলা রেকর্ড ও ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।