ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

এপিএ মূল্যায়নে শীর্ষে আইসিটি বিভাগ, তলানিতে বাণিজ্য

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এপিএ মূল্যায়নে শীর্ষে আইসিটি বিভাগ, তলানিতে বাণিজ্য

ঢাকা: বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে সরকারে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করে আবারও শীর্ষে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। আর সবার শেষে রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার (১৫ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২০-২১ অর্থবছরের মূল্যায়নের এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয় মোট ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের প্রাপ্ত নম্বরের গড় ৮৯.০১। এর মধ্যে ৯৮.৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আইসিটি বিভাগ, দ্বিতীয় অবস্থানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (৯৮.৪২) এবং তৃতীয় স্থানে কৃষি মন্ত্রণালয় (৯৭.৯৭)।

চতুর্থ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে পানি সম্পদ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগ।

সরকারি বিভিন্ন দপ্তরের দক্ষতা ও দায়বদ্ধতা বাড়াতে কর্ম সম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি বাস্তবায়নে ২০১৮ সালের জানুয়ারি থেকে এপিএ শুরু করা হয়।

মন্ত্রণালয় ও বিভাগগুলো একবছরে কী করবে তার পরিকল্পনা সাজিয়ে বছরের শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে চুক্তি সই করার নামই ‘এপিএ’।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ১৫ ডিসেম্বর, ২০২১
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।