ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
বরিশালে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা বরিশালে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা

বরিশাল: বরিশালে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রথম প্রহরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে নগরীর পানি উন্নয়ন বোর্ডের মধ্য‌ে সংরক্ষিত টর্চার সেলের ৭১ স্মৃ‌তিস্তম্ভ ও বধ্যভূ‌মিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

পরে জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ অঙ্গসহযোগি সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন।

তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং ক্ষুদামুক্ত ও দারিদ্রমুক্ত দেশ গঠনে কাজ করছেন সরকার। আগামীতে দেশ আরও এগিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ০৭০১২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।