ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহেশপুরে সীমান্তে আটক ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
মহেশপুরে সীমান্তে আটক ১০

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে নারীসহ ১০ জনকে আটক করেছে বিজিবি।  

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক।

তিনি জানান, শুক্রবার ঝিনাইদহ মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম হতে অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত থেকে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ২ জন পুরুষ, ৩ জন নারী ও এক শিশুকে আটক করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।