ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় জেঁকে বসেছে শীত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
খুলনায় জেঁকে বসেছে শীত

খুলনা: খুলনায় জেঁকে বসেছে পৌষের শীত। শীতের সাঁড়াশি আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

তীব্র শীতে স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষজন। হতদরিদ্ররা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

গত দুই দিন ধরে ঘন কুয়াশা আর মৃদু শৈত্য প্রবাহে শীত বেড়ে গেছে খুলনা অঞ্চলে। বৃদ্ধ ও শিশুদের নিয়ে ভোগান্তিতে পড়েছেন পরিবারের লোকজন। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় পুরনো কাপড়ের দোকানে বেশ ভিড় বেড়েছে।

হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সর্দি, জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যায় বেশি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, খুলনায় কমতে শুরু করেছে তাপমাত্রা। বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ধীরে ধীরে শীত জেঁকে বসছে। খুলনা বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর যশোরে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস আর খুলনায় ১১.২ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।