ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাজের খোঁজে ঢাকায় এসে ট্রাকচাপায় মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
কাজের খোঁজে ঢাকায় এসে ট্রাকচাপায় মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকায় সড়ক দুর্ঘটনায় মোস্তফা (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে গাবতলী নাজিল বাস কাউন্টারের সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

মোস্তফা নওগাঁ মান্ডা উপজেলার বাসিন্দা। তিনি পাঁচ সন্তানের জনক।

দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মোস্তফাসহ মোট পাঁচজন দেশের বাড়ি থেকে আজ ভোরে ঢাকায় আসেন। বিভিন্ন জায়গায় তারা দিনমজুরের কাজ করে থাকেন। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করার চেষ্টা করা হচ্ছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।