ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইজিবাইক নিয়ে হাইকোর্টের রুল পুনঃবিবেচনার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
ইজিবাইক নিয়ে হাইকোর্টের রুল পুনঃবিবেচনার দাবি ইজিবাইক: হাইকোর্টের রুল পুনঃবিবেচনার দাবি

ঢাকা: ইজিবাইক আমদানি, বিক্রি ও চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হাইকোর্টের রুল পুনঃবিবেচনা এবং খসড়া নীতিমালা অনুযায়ী ইজিবাইক, অটো রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন আধুনিকায়ন করে লাইসেন্স দেওয়ার দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।

বুধবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে ১১টায় পরিষদটির আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বলেন, বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর হীন স্বার্থে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ করার চক্রান্ত চলছে। এ চক্রান্তে আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি। চালক, মেকানিক, ক্ষুদে মালিক, গ্যারেজ মালিকসহ আত্মকর্মসংস্থানে নিয়োজিত ৫০ লাখ মানুষ রয়েছেন। তাদের উপর নির্ভরশীল আছে আড়াই কোটি মানুষ। তাই এ আড়াই কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় হাইকোর্টর দেওয়া রুল পুনঃবিচেনা করার জন্য আদালতের প্রতি অনুরোধ জানাচ্ছি।

সমাবেশে অন্যান্যরা বলেন, ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয়, আধুনিকায়ন করে লাইসেন্স দেওয়াসহ ৫ দফা দাবিতে সংগ্রাম পরিষদের নেতৃত্বে গড়ে উঠা দীর্ঘ ৮ বছরের লাগাতার আন্দোলনের চাপে সরকার যখন নীতিমালা তৈরি করে নিবন্ধনের প্রক্রিয়া চূড়ান্ত করতে যাচ্ছে, তখন একদল অতি মুনাফালোভী ব্যবসায়ী গোষ্ঠী তাদের হীন স্বার্থে দেশের সড়ক থেকে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে।

তারা বলেন, দেশের সাধারণ মানুষের স্বার্থে সাশ্রয়ী, পরিবেশ বান্ধব, জনপ্রিয় ও অপরিহার্য গণপরিবহন ইজিবাইক, ব্যাটারি রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ বা নিষেধাজ্ঞা করা হবে চরম আত্মঘাতি। সংগ্রাম পরিষদের প্রস্তাবনা যুক্ত করে সরকার প্রস্তাবিত 'থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১' দ্রুত চূড়ান্ত করতে হবে। ওই নীতিমালার আলোকে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত নিবন্ধন, রুট পারমিট ও লাইসেন্স দেওয়াসহ ৫ দফা দাবি মেনে নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

অন্যথায় সংগ্রাম পরিষদের নেতৃত্বে ৫০ লাখ মানুষকে বেকার করার যে কোন চক্রান্ত-ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কোষাধ্যক্ষ জুলফিকার আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সভাপতি রতন মিয়া, সংগ্রাম পরিষদের নেতা এস এম কাদির, মেহেদী হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এইচএমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।