ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুলিশ লাইন্সের সামনে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
পুলিশ লাইন্সের সামনে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

বরিশাল: বরিশালে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন শামীম মুন্সি (৪৫) নামের এক পরিবহন ব্যবসায়ী।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে বরিশাল নগরের পুলিশ লাইন্স সংলগ্ন সড়কের এ ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ীকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বরিশাল নগরের আলেকান্দা কাজিপাড়া আক্কেল আলী মুন্সির ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে জলিল হাওলাদারকে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছেন। আটক জলিল বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার কাদের হাওলাদারের ছেলে। তিনি নগরের সিএন্ডবি রোড থানা কাউন্সিল সংলগ্ন এলাকার বাসিন্দা।   

আহত ব্যবসায়ীর বড় ভাই মো. নুরুজ্জামান বলেন, সকালে তার ভাই কাজীপাড়ার বাসা থেকে মোটরসাইকেলযোগে ব্যবসার কাজে বের হন। পথে জলিল নামের ওই ব্যক্তি পুলিশ লাইন্সের সামনে এলে মোটরসাইকেল থামিয়ে তার কাছে সাহায্যের জন্য টাকা চান। এ সময় ব্যবসায়ী শামীম মুন্সি টাকা বের করতে গেলে হঠাৎ করে বুকের ডান পশে ছুরিকাঘাত করেন তিনি। চিকিৎকারে স্থানীয়রা ছুটে এসে ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে জলিল হাওলাদারকে আটক করা হয়েছে

বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসন বলেন, সকালে পুলিশ লাইন্স রোড থেকে মোটরসাইকেলে যাওযার পথে জলিল হাওলাদার এ হামলা চালায়। এ সময় স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ জলিলকে আটক করে এবং আহত হওয়া শামীম মুন্সিকে হাসপাতালে নেওয়া হয়।  

তিনি আরও বলেন, অভিযুক্ত জলিলের কথাবার্তায় মনে হচ্ছে, তার মানসিক কোনো সমস্যা রয়েছে। তিনি নিজেকে মেজর জলিল বলেও পরিচয় দিচ্ছেন। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, তারা ভবঘুড়ে ধরনের চল্লিশোর্ধ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে অসংলগ্ন কথা পাচ্ছেন। তবে ঘটনায় মামলা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।