ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নির্মাণাধীন ভবন থেকে মাথায় শাবল পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
নির্মাণাধীন ভবন থেকে মাথায় শাবল পড়ে নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে মাথার ওপর শাবল পড়ে জাহানারা বেগম (৫৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জাহানারা নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, মাথায় শাবল পড়লে আহত অবস্থায় জাহানারা অচেতন হয়ে পড়ে ছিল। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভবন মালিকের গাফিলতি থাকতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।