ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নগরকান্দা-সালথার ১৬ ইউপি চেয়ারম্যানের শপথ পাঠ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
নগরকান্দা-সালথার ১৬ ইউপি চেয়ারম্যানের শপথ পাঠ নগরকান্দা-সালথার ১৬ ইউপি চেয়ারম্যানের শপথ

ফরিদপুর: শপথ নিয়েছেন ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার নবনির্বাচিত ১৬ জন চেয়ারম্যান।  

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

শপথ বাক্য পাঠ করান ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার।

এ সময় নগরকান্দা উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং সালথা উপজেলার সাত ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নেন।  

শপথ নেওয়া নগরকান্দার নবনির্বাচিত নয় চেয়ারম্যান হলেন- তালমা ইউপির কামাল হোসেন, রামনগর ইউপির কাইমুদ্দীন মণ্ডল, ডাঙ্গী ইউপির চেয়ারম্যান কাজী আবুল কালাম, ফুলসুতি ইউপির আরিফ হোসেন, পুরাপাড়া ইউপির আতাউর রহমান বাবু ফকির, কোদালিয়া শহীদনগর ইউপির খোন্দকার জাকির হোসেন নিলু, চরযশোরদী ইউপির কামরুজ্জামান সাহেব ফকির ও কাইচাইল ইউপির মোস্তফা হোসেন খান।  

অন্যদিকে সালথার নবনির্বাচিত সাত চেয়ারম্যান হলেন- মাঝারদিয়া ইউপির আফসার উদ্দীন মাতুব্বর, সোনাপুর ইউপির খায়রুজ্জামান বাবু, গট্টি ইউপির হাবিবুর রহমান লাবলু, আটঘর ইউপির শহিদুল হাসান খান সোহাগ,  ভাওয়াল ইউপির ফারুকুজ্জামান ফকির মিয়া, রামকান্তপুর ইউপির ইশারত হোসেন ও যদুনন্দী ইউপির রফিকুল ইসলাম।

সালথার বল্লভদী ইউপির চেয়ারম্যান পদে ফলাফল হাইকোর্টের নির্দেশে স্থগিত থাকায়, এ উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে বল্লভদী বাদে অন্য সাতটি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নেন।  

এছাড়া, সালথার রামকান্তপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ইশারত হোসেন কারাগারে থেকে নির্বাচন করেন। তাকে কারাগার থেকে প্যারোলে মুক্তি দিয়ে শপথ পাঠ করানো হয়।

নগরকান্দা ও সালথা উপজেলার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১১ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।