ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাস্তার পাশে রোদ পোহাতে গিয়ে ট্রাকচাপায় পা হারালেন তরুণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
রাস্তার পাশে রোদ পোহাতে গিয়ে
ট্রাকচাপায় পা হারালেন তরুণ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে রাস্তার পাশে রোদ পোহাতে বসে ট্রাকচাপায় আসলাম হোসেন (৩০) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।  

বুধবার (২২ ডিসেম্বর) সকালে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর উপজেলার সদর ইউনিয়নের খুদবান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত আসলাম চরসিংড়াবাড়ি গ্রামের মৃত সাদেক আলির ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, খুদবান্দি বাজার এলাকায় রাস্তার পাশে বসে রোদ পোহাচ্ছিলেন আসলাম হোসেন। এ সময় পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় আসলামের দেহ থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।  

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার দুর্ঘটনার পরই পালিয়ে গেছেন। আহত আসলামের অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।