ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধায় বাসচাপায় আশিক চন্দ্র মালাকার (৫৫) নামে এক ইউনিয়ন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) শিল্পনগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট দুর্গাপুর গ্রামের জতিন্দ্রনাথ মালাকারের ছেলে। তিনি বল্লমঝাড় ইউনিয়নে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এইআই) বিশ্বজিত কুমার বাংলানিউজকে জানান, আশিক মালাকার মোটরসাইকেলে করে গাইবান্ধা শহর থেকে কর্মস্থল বল্লমঝাড়ে যাচ্ছিলেন। এ সময় বিসিক শিল্পনগরী এলাকায় রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রউফ বাংলানিউজকে জানান, ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চলছে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।