ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরশুরামে পিকআপ ভ্যানচাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
পরশুরামে পিকআপ ভ্যানচাপায় শিশুর মৃত্যু

ফেনী: ফেনীর পরশুরাম উপজেলায় বালুভর্তি পিকআপ ভ্যানচাপায় শাওন নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন পিকআপ ভ্যানচালক মো. হারুনকে (৪০) পিকআপভ্যানসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। শাওন উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী গ্রামের আবদুল হান্নানের ছেলে।  

নিহত শাওন পরশুরাম উপজেলার পূর্ব সাহেবনগর ঘাটঘর হোসানিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যাক্ষদশী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে কাউতলী বালুঘাট থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান পূর্ব সাহেবনগর স্ট্রিল ব্রিজের ওপরে উঠার সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবার সময় শাওন পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

দক্ষিণ কাউতলী এলাকার স্থানীয় ইউপি সদস্য ফজলুল বারী মনছুর জানান নিহত শাওন পূর্ব সাহেবনগর ঘাটঘর হোসানিয়া মাদ্রাসার  প্রথম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা একজন শ্রমিক।

নিহত শাওনের মা মনোয়ারা বেগম জানান, সকালে ভাত খেয়ে শাওন খেলার কথা বলে ঘর থেকে বের হয়ে রাস্তার দিকে হাঁটতে যায়। পরে পিকআপভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন বাংলানিউজকে জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  এ ঘটনায় পিকআপ ভ্যানচালককে আটকসহ পিকআপভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলারও প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।