ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় খাদে ভটভটি উল্টে ইসমাইল হোসেন (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকার টং পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকা মোহাম্মদ বিশু মিয়ার ছেলে। তিনি ভটভটি চালকের সহকারী ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোযাফফর হোসেন জানান, ভটভটি চালক ও চালকের সহযোগী ইসমাইল নাচোল থেকে ভটভটিতে কাঠ বোঝাই করে চাঁপাইনবাবগঞ্জ সদরে নিয়ে আসছিল। পথের মধ্যে ভটভটির চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়ির উপরে বসে থাকা শ্রমিক খাদে পড়ে ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও বলেন, তার মরদেহ চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।