ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাটকলগুলো শিগগিরই উৎপাদনে ফিরবে, আশা প্রতিমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
পাটকলগুলো শিগগিরই উৎপাদনে ফিরবে, আশা প্রতিমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। ফাইল ফটো

ঢাকা: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, আশা করছি শিগগিরই উৎপাদন বন্ধ থাকা সরকারি পাটকলগুলো উৎপাদনে ফিরবে। নতুন নতুন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে পাটশিল্পের সুদিন ফেরাতে হবে।

যেকোনো প্রকারেই হোক ঐতিহ্যবাহী পাটশিল্পকে রক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের(বিজেএমএ) ৩৮তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রয়োগে কড়াকড়ি আরোপ করতে হবে। পাটশিল্পের উন্নয়নে এই ম্যান্ডেটরি অ্যাক্ট প্রয়োগে মাঠ পর্যায়ে অভিযান জোরদার করতে হবে। পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত পাটশিল্পের উন্নয়নে আমাদের সবাইকে পলিথিনের বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়াতে হবে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, আমাদের পাটজাত পণ্য রপ্তানিতে বন্ধুপ্রতিম দেশ ভারতের অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপের ফলে পাটকলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক মিল ইতোমধ্যে বন্ধও হয়ে গেছে। তাই দেশের বৃহত্তম এবং শ্রমঘন এ শিল্পের উন্নয়নে অ্যান্টি ডাম্পিং ডিউটি প্রত্যাহারে ভারত সরকারের সঙ্গে আলোচনাকে ফলপ্রসু করতে হবে।

বিজেএমএর সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে সাধারণ সভায় নব-নির্বাচিত সভাপতি আবুল হোসেন বক্তৃতা করেন। সাধারণ সভায় উভয় কমিটির নেতরাসহ অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেন।

বিজেএমএর নতুন কমিটি ঐতিহ্যবাহী পাটশিল্পের উন্নয়নে ভালো ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এমআইএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।