ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চতুর্থ জিআইবিসি বুটক্যাম্পে স্টার্টআপ শিখছেন মেয়েরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
চতুর্থ জিআইবিসি বুটক্যাম্পে স্টার্টআপ শিখছেন মেয়েরা

স্টার্টআপ শুরু বা তার বাস্তবায়ন প্রক্রিয়া জানতে শুরু হয়েছে তিনদিনের চতুর্থ গার্লস ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বুট ক্যাম্প। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মেয়েরা এতে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর লালমাটিয়া আপন উদ্যোগ ফাউন্ডেশনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত এনাব্লিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস ফর বাংলাদেশ ২০৩০ একটি কর্মসূচি হিসেবে এই উদ্যোগের আয়োজন করা হয়। রেজিস্ট্রেশন ও গ্রুপ গঠনের মাধ্যমে শুরু হয় বুট ক্যাম্পের আয়োজন।  

কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয়, কিভাবে তহবিল যোগাড় করতে হয়, বিনিয়োগকারীর কাছে কিভাবে পৌঁছানো বা তাদের সাথে যোগাযোগ তৈরি, কোম্পানি রেজিস্ট্রেশন, বৈধ কাগজপত্র তৈরিসহ কোনো স্টার্টআপ কিভাবে শুরু বা বাস্তবায়ন করতে হয় সেসব সম্পর্কে যাবতীয় দিকনির্দেশনা ও অভিজ্ঞতার মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে।  

তিনদিনের এই বুট ক্যাম্পে ঢাকাসহ নীলফামারী, খুলনা, চট্টগ্রাম, বগুড়া, গাজীপুর, টাঙ্গাইল থেকে ৩৩ জন মেয়ে অংশ নিয়েছেন। প্রথম দিনের সেশনের মধ্যে ছিল, বিজনেস মডেল ক্যানভাস তৈরি, উদ্যোক্তা হওয়ার নানাবিধ চ্যালেঞ্জ, কিভাবে আইডিয়া নিয়ে ভাবনা, এক্সপার্টদের সঙ্গে নেটয়ার্কিং ও ছোট ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং শেখানো।  

সেশনের পাশাপাশি বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে বুটক্যাম্প উপভোগ করেন অংশগ্রহণকারীরা।  

আলোচক হিসেবে ছিলেন ক্রিয়েটিভ সফট টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদা জাহান, ওমেন ইন ডিজিটালের ফাউন্ডার আছিয়া নিলা, আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্টের টিম লিডার (সিনিয়র অ্যাসিসট্যান্ট সেক্রেটারি), ওমেন অ্যান্ড ইকমার্সের প্রেসিডেন্ট নাসিমা আখতার নিশা, নারী উদ্যোক্তা তাসলিমা মিজি, আস্থা আইটি’র ডিরেক্টর ও চীফ অপারেটিং অফিসার তাসনুভা আহমেদ ও ইএসডিজি৪বিডি প্রজেক্টের প্রেসিডেন্ট মুনির হাসানসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।