ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ নাজিরপুরের ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
ইয়াবাসহ নাজিরপুরের ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে ইয়াবাসহ মো. রাকিব শেখ (৩২) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে তাকে উপজেলার সাতকাছিমা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি ওই  গ্রামের  মো. হেমায়েত হোসেন শেখের ছেলে ও উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি, তদন্ত) মো. মাহিদুল ইসলাম ওই ছাত্রলীগ নেতাকে ইয়াবাসহ গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি পুলিশের তালিকাভুক্ত নিয়মিত মাদক কারবারি।

নাজিরপুর থানার এসআই মো. ইয়াসির হোসেন জানান, ওই রাত সাড়ে আটটার দিকে ওই মাদক কারবারিসহ অন্যরা  উপজেলার সাতকাছিমা  মাদরসার পেছনের কাদের মোল্লার বাড়ির কাছের একটি রাস্তায় বসে মাদক বেচা-কেনা করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা অন্য মাদক কারবারিরা পালিয়ে  গেলেও ছাত্রলীগ নেতা রাকিবকে আটক করা হয়।  
দেহ তল্লাশি করে তার সঙ্গে থাকা ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উপজেলা ছাত্রলীগের জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক শেখ মো. আল আমিন গ্রেফতারকৃত রাকিব শেখ উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে স্বীকার করেছেন।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।