ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধর্ষণে ব্যর্থ হয়ে তানিয়াকে হত্যা করেন রুবেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
ধর্ষণে ব্যর্থ হয়ে তানিয়াকে হত্যা করেন রুবেল ...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে তানিয়া আক্তার (২৩) নামে এক নারীকে গলাকেটে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত শাহপরান রুবেলকে (৪০) গ্রেফতার করেছে অ্যাকশন ব্যাটালিয়ন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র‍্যাব-১১ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতার শাহপরাণ রুবেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকার আবুল খায়েরের ছেলে।

র‍্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, গ্রেফতার শাহপরাণ রুবেল র‍্যাবের কাছে প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর অধিনায়ক জানান, ১৪ ডিসেম্বর দিনগত রাতে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের নতুন আইলপাড়ার মো. শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া তানিয়াকে তার বাসায় ধর্ষণের চেষ্টা করে। এ সময় তানিয়া একটি ছুরি নিয়ে নিজেকে আত্মরক্ষা করতে বাসা থেকে দৌড়ে বাঁচার চেষ্টা করে। এ সময় পেছন দিকে থেকে জাপটে ধরে ঐ ছুরি দিয়ে প্রথমে তানিয়ার পেটে আঘাত করার পর তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় শাহপরান রুবেল।

নিহত তানিয়া বরগুনা জেলার আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। সে তার দুই বোনকে নিয়ে একই থাকতো।

এছাড়া আসামি রুবেলের একাধিক স্ত্রী ছিল। সে আগে তানিয়ার বাবার কাছে তানিয়াকে বিয়ের প্রস্তাব দেয় যা তানিয়ার বাবা প্রত্যাখান করেন। এরপরও মাঝে মধ্যেই ভিকটিম তানিয়াকে উত্যক্ত করে আসছিল বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।