ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় সোয়েটার কারখানায় আগুন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
আশুলিয়ায় সোয়েটার কারখানায় আগুন

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি সোয়েটার প্রস্তুতকারক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকার রাঙা সোয়েটার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, কারখানায় আগুনের খবর পেয়ে তাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার ভেতর আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে বেশ কয়েকটি সোয়েটার মেশিন ছিল। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলতে পারছি না।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।