ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চিকিৎসাধীন কালু সন্ধান চান পরিবারের বাকি ১০ সদস্যের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
চিকিৎসাধীন কালু সন্ধান চান পরিবারের বাকি ১০ সদস্যের ছবি: বাংলানিউজ

বরিশাল: রাজধানী ঢাকায় একটি রুটির দোকানে কাজ করেন ৩০ বছরের যুবক কালু। বড় বোনের স্বামী প্রবাস থেকে মাত্র ক’দিন আগে এসেছেন।

তার সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে এমভি অভিযান-১০ লঞ্চে কালু তার স্ত্রী, সন্তান, ভাই-বোন,ভাগ্নেসহ ১০ জনকে নিয়ে ওঠেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোররাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হন কালু। তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

আর সেখানে থেকে ব্যাথায় কাতরানো কালু তার সঙ্গে আসা স্বজনদের চিন্তায় কান্না করে যাচ্ছেন। পরিবারের বাকি সদস্যরা কোথায় আছেন এখনো তিনি জানেন না। হাসপাতালের বেডে তার হৃদয়বিদারক আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। তার আত্মচিৎকারে ঘটনাস্থলে থাকা অনেকের চোখ দিয়ে পানি বের হয়ে আসে।

কালু বলেন, আমার বড় বোনের স্বামী কিছুদিন আগে বিদেশ থেকে বরগুনা এসেছে। তার সঙ্গে দেখা করতে আমার স্ত্রী, সন্তান, ভাই, ভাগ্নে, ছোট বোনসহ মোট ১০ জন ঢাকা থেকে বরগুনা আসছিলাম। হঠাৎ শুনতে পেলাম আগুন লেগেছে। এরপর ছুটাছুটি শুরু হলো। আগে বুঝতে পারলে সবাইকে নিয়ে পানিতে ঝাপ দিতাম। আমি এখানে অসুস্থ হয়ে পড়ে আছি। কাউকে খবর ও দিতে পারছি না। কারোর খোঁজও পাচ্ছি না।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মাঝ নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বিল্লাল উদ্দিন। তবে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ৩৭ জনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে ৭২ জনকে ভর্তি করা হয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন >>>

মালদ্বীপ থেকে দগ্ধদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
সন্তানকে খুঁজছেন মা
পুরো লঞ্চ পুড়ে যাওয়া রহস্যজনক: নৌ প্রতিমন্ত্রী
লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি দেড় লাখ টাকা দেওয়া হবে
লঞ্চে আগুন: বরিশাল যাচ্ছেন ৬ চিকিৎসক
যাত্রীদের উদ্ধারে প্রথম এগিয়ে যান স্থানীয়রা
শেবাচিমে রোগী আর স্বজনদের আহাজারি
স্ত্রীর চিকিৎসা করিয়ে স্বামী বাড়ি ফিরলেন লাশ হয়ে!
লঞ্চে অগ্নিকাণ্ড: মা-ছেলে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।