ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

জাতীয়

গুরুতর আহতদের প্রয়োজনে হেলিকপ্টারে ঢাকা নেওয়া হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
গুরুতর আহতদের প্রয়োজনে হেলিকপ্টারে ঢাকা নেওয়া হবে

বরিশাল: লঞ্চে অগ্নিকাণ্ডে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে হেলিকপ্টারে ঢাকা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) অগ্নিকাণ্ডে আহতদের দেখতে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এ কথা বলেন।

 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, স্বাস্থ্য সচিব মো. লোকমান হোসেনসহ কর্মকর্তারা। তারা চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের সার্বিক খোঁজ-খবর নেন।  

আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, সরকার হতাহতের সার্বিক খোঁজ-খবর রাখছে, তাদের পাশে রয়েছে। গুরুতর আহত রোগীদের প্রয়োজনে হেলিকপ্টারে করে ঢাকা নেওয়া হবে।

ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে আগুনে দগ্ধ ৩০ জনের বেশিরভাগেরই পরিচয় জানা কঠিন হয়ে যাবে বলে জানিয়েছে উদ্ধারকারীরা।

আরও পড়ুন>>

‘আল্লাহ জানে ক্যামনে মুই বাইচ্চা আছি’
লঞ্চে আগুন: দগ্ধদের দেখতে বরিশাল হাসপাতালে প্রতিমন্ত্রী
আগুন লাগার জন্য যাত্রীদেরই দায়ী করলেন লঞ্চমালিক
বিআইডব্লিউটিএ’র হিসেবে ৩১০ যাত্রী, যাত্রীদের দাবি ৮০০ 
লঞ্চের ফিটনেস ও অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক ছিল কিনা তা দেখা হবে
নিখোঁজ যাত্রীদের তথ্য দিতে পারছে না বরগুনা নৌবন্দরে 
সুগন্ধা নদীতে লাফ দিয়ে প্রাণে বাঁচেন ইউএনও
লঞ্চে আগুন: তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়
লঞ্চে আগুন: ঝালকাঠী যাচ্ছেন নৌ প্রতিমন্ত্রী
সুগন্ধা নদীতে ল‌ঞ্চে আগুন: ৩৬ জনের মৃত্যু 
সুগন্ধা নদীতে লঞ্চে আগুন: শেবা‌চিমে ভ‌র্তি ৬৫
ঝালকাঠিতে বরগুনাগামী লঞ্চে আগুন

                                 
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।