ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গাড়ির ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
রাজধানীতে গাড়ির ধাক্কায় নিহত ১ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পল্টন থানার অলিম্পিক ভবনের সামনে গাড়ির ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে ওই তরুণের পরিচয় পাওয়া যায়নি।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতুব্বর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। সেখানে সড়কের মাঝে ওই তরুণকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে তা আশপাশের কেউ জানাতে পারেনি। তবুও গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিহতের পরনে জিন্স প্যান্ট ও অ্যাশ কালারের গেঞ্জি ছিল বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এজেডএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।