ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আগুন দেখে পানিতে লাফিয়েও বাঁচলেন না হাবিব

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
আগুন দেখে পানিতে লাফিয়েও বাঁচলেন না হাবিব

ঢাকা: রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হাবিব খান (৪৫) নামের এক ব্যক্তি।  

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন।  
তিনি বলেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত হাবিবের স্বজনের সঙ্গে কথা হয়েছে। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। ঘটনার সময় নদীতে লাফিয়ে পরে বুকে আঘাত পেয়েছিলেন।

হাবিব খানের স্ত্রী সায়েরা বেগম বলেন, তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে। হাবিব গ্রামে মুদি দোকান করতেন। গত এক সপ্তাহ আগে স্বামী-স্ত্রী দুজন টঙ্গিতে ছেলে শাহিনের বাসায় বেড়াতে যান।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে লঞ্চে ওঠেন। রাতে লঞ্চে আগুন লাগলে স্বামী-স্ত্রী পানিতে লাফিয়ে পরেন। এতে হাবিব আহত হন। পরে তাকে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এজেডএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।