ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২১ কবরে ২৩ বেওয়ারিশ মরদেহ দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
২১ কবরে ২৩ বেওয়ারিশ মরদেহ দাফন

বরগুনা: লঞ্চের আগুনের ঘটনায় নিহতদের মধ্যে ২১ কবরে ২৩ বেওয়ারিশ মরদেহ দাফন করা হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বরগুনা সদর উপজেলার পোটকাখালী গণকবরে তাদের দাফন করা হয়।

এরমধ্যে দুইটি কবরে চার জনের মরদেহ দাফন করা হয়। এর আগে নিহতদের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

বাকি মরদেহ শনাক্তের জন্য কবরস্থানের পাশে রাখা হয়েছে। পরিচয় পাওয়া না গেলে নির্ধারিত কবরে দাফনকার্য সম্পন্ন করা হবে।

জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, শনাক্ত না হওয়া মরদেহ সদর উপজেলার পোটকাখালী এলাকার গণকবরে দাফন করা হয়েছে। এসব মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। পরবর্তীতে শনাক্ত হলে কবর বুঝিয়ে দেওয়া হবে।

একদিকে চলছে গণকবর খনন, আরেকদিকে দাফন

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।