ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১০ মামলার আসামি ‘গেদুরাজ’ আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
১০ মামলার আসামি ‘গেদুরাজ’ আটক

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়া এলাকা থেকে ১০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গেদুরাজ বাহিনীর প্রধান গেদুরাজকে আটক করেছে র‌্যাব-৪।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।

গেদুরাজ উরুফে আব্দুল আলিম দুধরাজ আশুলিয়ার শ্রীপুর উত্তর পাড়ায় এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গাজীপুর, সাভার, আশুলিয়া থানা এলাকায় দীর্ঘদিন ধরে গেদুরাজ ও তার সাঙ্গোপাঙ্গ বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। আশুলিয়ার বিভিন্ন স্থানে জমি দখল, চাঁদাবাজি এবং অসহায় ও দুস্থ গার্মেন্টস কর্মীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সমভ্রম হননেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হয়েছিল তার ওপর। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় আশুলিয়ার শ্রীপুর উত্তর পাড়ায় অভিযান চালিয়ে গেদুরাজকে আটক করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বাংলানিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামির নামে সাভার ও আশুলিয়া থানায় তিনটি নারী ও শিশু নির্যাতন আইন, একটি মাদকসহ সন্ত্রাসী ও চাঁদাবাজির সর্বমোট ১০টি মামলা চলমান রয়েছে। তিনি তার সংঘবদ্ধ বাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। আটক আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের জোরালো অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।