ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের খুঁজতে কমিশন গঠনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের খুঁজতে কমিশন গঠনের দাবি ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে জড়িতদের খুঁজে বের করতে দ্রুত জাতীয় কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় কমিটি গঠন বাস্তবায়ন কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কমিটির আহ্বায়ক এমডি এন মাইকেল বলেন, আমি ছাত্রজীবন থেকে জাতির পিতার আদর্শ লালন করে ছাত্রলীগের রাজনীতি করেছি। আমি মনে করি, বঙ্গবন্ধুকে হত্যার পেছনে জড়িতদের জাতীয় কমিশন গঠনের মাধ্যমে খুঁজে বের করা না গেলে এই দেশ, জাতি কখনোই অভিশাপ মুক্ত হবে না।

তিনি আরও বলেন, আজ থেকে ৫০ কিংবা ১০০ বছর পরেও যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন পর্যন্ত প্রজন্ম থেকে প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আর যদি বঙ্গবন্ধু হত্যার পেছনে জড়িতদের জাতীয় কমিশনের মাধ্যমে খুঁজে বের না করা যায়, তাহলে ইতিহাস কখনও আমাদের ক্ষমা করবে না। জাতি এ অভিশাপ মুক্ত হবে না।

মানববন্ধনে কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এমএমআই/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।