ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, ডিসেম্বর ২৫, ২০২১
কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

কেরানীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে চাঞ্চল্যকর বীর মুক্তিযোদ্ধা গাজী মো. শহীদুল্লাহ (৭২) হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

শুক্রবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর কলাবাগান থানাধীন ২৪৭ প্রি স্কুল স্ট্রিট, কাঠালবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. মমিন মোল্লা (২৮), মো. শামীম মোল্লা (৩৭) ও ৩ মোস্তাক আহমেদ রিপন (৪৫)। তারা সবাই মামলার এজহারভুক্ত আসামি।

উল্লেখ, গত ১৭ ডিসেম্বর ইন্টারনেট বিল কে কেন্দ্র করে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর (করেরগাও) এলাকার বীর মুক্তিযোদ্ধা গাজী শহিদুল্লাহকে (৭২) ছুরিকাঘাত করে পাশের মালিভিটা গ্রামের সন্ত্রাসী শামীম, মমিন, রিপন গংরা, পরে সোমবার (২০ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হামলায় মুক্তিযোদ্ধা শহিদুল্লাহসহ তার পরিবারের ৬ জন আহত হয়।

পরে নিহত মুক্তিযোদ্ধার স্ত্রী মাজেদা বেগম বাদী হতে দক্ষিণ কেরানীগঞ্জ  থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামি আটকে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। আগের একজনসহ এনিয়ে সর্বমোট চারজন আসামিকে আটক করা হল।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।