ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সেই লঞ্চে ৩১০ জনের বেশি যাত্রী ছিল: তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
সেই লঞ্চে ৩১০ জনের বেশি যাত্রী ছিল: তদন্ত কমিটি

বরিশাল: ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিও মনে করছে নির্ধারিত সংখ্যার থেকে যাত্রী বেশিই ছিল।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি লঞ্চঘাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তদন্ত কমিটির আহ্বায়ক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. তোফায়েল ইসলাম বলেন, ঢাকার সদরঘাটের কাগজপত্রে লঞ্চে ৩১০ জন যাত্রী ছিল।

কিন্তু স্থানীয়দের সঙ্গে কথা বলে মনে হচ্ছে যাত্রী তার থেকে বেশি ছিল।

স্থানীয় মানুষ যারা সহায়তায় এগিয়ে এসেছিলেন তাদের কেউ বলছে দেড়শ এখানে নেমেছে, আবার কেউ বলছে দুইশ মানুষ ওখানে নেমেছে। অর্থাৎ একেকে জন একেক কথা বলছে। সেক্ষেত্রে আমার ধারণা ৩১০ এর বেশি হতেও পারে।

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৮ এ গিয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।