ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নির্বাচন কাল, শাহরাস্তিতে ৬০ ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
নির্বাচন কাল, শাহরাস্তিতে ৬০ ককটেল উদ্ধার

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিগধাইর এলাকা থেকে ৬০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ওই গ্রামের ভুঁইয়া বাড়ি মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।

শাহরাস্তি মডেল থানা পুলিশ জানায়, ওই এলাকার লোকজন একটি বাজারের ব্যাগে ককটেলগুলো পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে ককটেল গুলো উদ্ধার করে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বাংলানিউজকে বলেন, পরিত্যক্ত অবস্থায় পাওয়া ককটেলগুলো থানা এনে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

এদিকে নির্বাচনের আগ মুহূর্তে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার হওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় আইনশৃংখলা রক্ষকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন  সাধারণ জনগণ।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।