ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্কুলে চিরকুটসহ মিললো নারীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
স্কুলে চিরকুটসহ মিললো নারীর মরদেহ প্রতীকী

ঢাকা: পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের নিচতলা থেকে পারভীন বেগম (৪৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বংশাল থানার (ইন্সপেক্টর তদন্ত) শিশির কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মেঝেতে পড়ে থাকা পারভীনের মুখমণ্ডল রক্তাক্ত দেখা গেছে। পাশেই ইঁদুর নিধনের বিষের খালি বোতল পাওয়া গেছে। তবে নিহতের মুখে কয়েক জায়গায় একটু ক্ষত আছে। ধারণা করা হচ্ছে বেজি অথবা ইঁদুরের কামড়ে ক্ষতগুলো হয়েছে।

তিনি আরও জানান, মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে লেখা আছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না’। আর একটি চিরকুটে লেখা আছে ‘এই স্কুলে আমার সন্তান পড়াশোনা করে, আমার বাড়ি সিদ্দিক বাজারে’।

স্কুলটির নির্মাণাধীন নিচতলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। সিসি ক্যামেরায় দেখা যায়, রোববার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ওই নারী ভবনের নিচতলায় প্রবেশ করেন।

জানা গেছে, পারভীনের ছোট মেয়ে ওই স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে। বড় মেয়ে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে এবং ছেলে কলেজে পড়েন। আরেক ছেলে সন্তান আছে তার।

ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে, তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত পারভীন বেগমের স্বামী ব্যবসায়ী আব্দুল বাসেত কয়েক বছর আগে মারা যান।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১ 
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।