ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় সবে খাতুন (৫১) নামের এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১৭ ডিসেম্বর) সকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবে খাতুন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কর্চ্চাডাঙ্গা গ্রামের সাবেদ আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, সবে খাতুন কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সকালে তিনি চিকিৎসার জন্য পাখিভ্যানে করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যাচ্ছিলেন। ভ্যান থেকে নেমে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ বাড়ি নিয়ে যান স্বজনরা।

আশপাশের লোকজন মোটরসাইকেলটি আটক করলেও চালক পালিয়ে যান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।