ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন ‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামমুখর জীবনের বর্ণাঢ্য নানা অধ্যায় নিয়ে প্রকাশ হলো ‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ নামের সংকলন গ্রন্থ। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দেশের ৭৫ জন লেখক, সাহিত্যিক ও রাজনীতিবিদদের রচনায় সমৃদ্ধ এ বইটির সম্পাদনা করেছেন কবি আসাদ চৌধুরী।

বইটি যৌথভাবে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, রাশিয়া বঙ্গবন্ধু পরিষদ ও বেসরকারি ব্যাংক এনআরবিসি।

সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রাশিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ.ম.স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বইটির নির্বাহী সম্পাদক ড. নুরুন নবী,  এনআরবিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু প্রমুখ।

অনুষ্ঠানে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তার জীবন ও কর্ম নিয়ে অনেক লেখাই প্রকাশিত হচ্ছে, এটি আমাদের জন্য আনন্দের। বঙ্গবন্ধু এ দেশের মাটি ও মানুষের নেতা ছিলেন। বঙ্গবন্ধু বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই তার জীবনের মূল দর্শন ছিল। ১৯৪৮ সাল থেকে স্বাধীনতা পর্যন্ত গোয়েন্দা প্রতিবেদনগুলো পড়লে স্বাধীনতার প্রতিটা আন্দোলনেই বঙ্গবন্ধুর সক্রিয়তা লক্ষ্য করা যায়। এসব ঘটনা পরম্পরায় তিনি বঙ্গবন্ধু থেকে হয়ে উঠেছিলেন বিশ্ববন্ধু। আশা করছি ভবিষ্যতে বইটি অন্য ভাষাতেও অনূদিত হবে।

প্রকাশনা অনুষ্ঠানে সাহিত্যিক মাশরুর আরেফিন, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম, একাত্তর টেলিভিশন ও আরটিভিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এইচএমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।